ইদে অনুরাগীদের দেখা দিলেন শাহরুখ খান। মন্নতের ছাদে হাজির হয়ে অনুরাগীদের উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন এসআরকে। প্রিয় অভিনেতার এক ঝলক পেতে মন্নতের সামনে সকাল থেকে ভিড় করতে শুরু করেন মানুষ। ফলে ভক্তদের নিরাশ করেননি। ইদের দিন বেলা গড়াতেই মন্নতের ছাদে হাজির হন শাহরুখ। ইদের সকালে অনুরাগীদে দেখা দেন সলমন খানও। ব্যান্দ্রায় সলমনের যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট রয়েছে, তার ব্যালকনি থেকে অনুরাগীদের সামনে ধরা দেন বলিউড ‘ভাইজান’। সলমনের সঙ্গে তাঁর বাবা সেলিম খানকেও দেখা যায় গ্যালাক্সির ব্যালকনিতে।