‘পাঠান’ নিয়ে বলিউডে ফিরছেন শাহরুখ!

৫৫-র জন্মদিনের পর শাহরুখ খানের ভক্তদের জন্য এল সুখবর। শোনা যাচ্ছে, শীঘ্রই ফের বড় পর্দায় ফিরছেন কিং খান। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে ফের বলিউডে রাজ করতে হাজির হচ্ছেন বাদশাহ। সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। সূত্রের খবর, দুবাই থেকে ফিরে নভেম্বর মাসের শেষ থেকে পাঠানের শ্যুটিং শুরু করবেন শাহরুখ। যদিও এখনও পর্যন্ত ফ্লোরে হাজির হননি কিং খান। শিগগিরই পাঠানের শ্যুট শুরু হলে, সেখানে দেখা যাবে সলমন খানকেও। সূত্রের খবর, শাহরুখের পাঠানে ক্যামিও হিসেবে দেখা যাবে সলমনকে। এর আগে কুছ কুছ হোতা হ্যায় থেকে টিউবলাইট কিংবা জিরো, শাহরুখ এবং সলমনের সিনেমায় দুজনকে একে অপরের পরিপূরক হিসেবে দেখা গিয়েছে। এবাও শাহরুখের সিনেমার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না বলেই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *