এ যেন শাহরুখ খানের কার্বন কপি। শাহরুখ পুত্র আরিয়ান খান-কে দেখে এমনটাই মন্তব্য করতে থাকেন অনেকে। আইপিএলের নিলামে হাজির হন আরিয়ান খান। এবারে আইপিএলের নিলাম পর্ব কার্যত জমজমাট হয়ে ওঠে বাদশা পুত্রের হাজিরায়। তারকা পুত্রকে দেখে প্রত্যেকের শাহরুখ খানের কথাই মনে পড়ছে বলে মন্তব্য করেন। আইপিএলের চতুর্দশ সংস্করণের নিলামে শাহরুখ খানের পরিবর্তে এবার হাজির হন আরিয়ান খান। সেখানেই এসআরকে-পুত্রর কথাবার্তা থেকে শুরু করে হাঁটাচলা, সবকিছুই বাবার মতো বলে অনেকে মন্তব্য করেন। শাহরুখ-পুত্র আরিয়ানের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।