শুটিং ফ্লোরে ফিরলেন শাহরুখ! ভাইরাল ছবি

২০১৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখের শেষ ছবি জিরো ৷ অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে শাহরুখে ছবি জিরো একেবারেই মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে ৷ তারপর থেকেই শাহরুখকে সিনেমার পর্দায় দেখাই যাচ্ছিল না ৷ বহুদিন পর ফের ক্যামেরার সামনে এলেন শাহরুখ ৷ দীর্ঘ বিরতির পর শুটিং ফ্লোরে পা রাখলেন বলিউডের বাদশা শাহরুখ খান। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি নতুন ছবি ‘পাঠান’-এ দেখা যাবে শাহরুখ খানকে ৷ এই ছবির শুটিং সম্প্রতি শুরু করলেন কিং খান৷ আর শুটিং ফ্লোর থেকেই ফাঁস হয়ে গেল তাঁর একটি ছবি৷ যা এই মুহূর্তে ভাইরাল৷ ভাইরাল ওই ছবিতে বাদশাহী লুকে দেখা যায় শাহরুখকে। কাঁধের নীচে ঝুলে পড়া লন্বা চুল৷ কানের পাশ থেকে চুল টেনে নিয়ে পনি টেল ৷ শাহরুখের এই লুক দেখে আপাতত মুগ্ধ শাহরুখ অনুরাগীরা। পাঠান ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। বহুদিন ধরেই এই ছবি নিয়ে কথা চলছিল ৷ এবার শেষমেশ শুরু হলো এই ছবির শুটিং। ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *