‘জার্সি’-র জন্য শুটিং শেষ করলেন শাহিদ কাপুর। এই স্পোর্টস ড্রামার শুটিং শেষে মন খারাপ অভিনেতার। ইনস্টাগ্রামে শাহিদ লিখলেন, ম্যাজিকের থেকে কোনও অংশে কম নয় শুটিংয়ের অভিজ্ঞতা। ‘জার্সি’ স্বপ্ন দেখার গল্প বলবে, ছাই থেকে ফিনিক্স পাখির উড়ানের গল্প বলবে…শাহিদ মনে করেন ‘জার্সি’ কারও জীবনে একটা পরিবর্তন আনতে পারে। টিমের প্রত্য়েককে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা। সবাই এভাবে কাজ না করলে হয়তো ম্যাজিকটা তৈরি হত না। ‘কবীর সিং’-এর বিশাল সাফল্যের পর কোন ছবি করবেন সেই নিয়ে চিন্তিত ছিলেন শাহিদ কাপুর। তিনি এমন কোনও ছবি করতে চাননি যেটা দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে না। অনেক স্ক্রিপ্ট পড়ার পর ‘জার্সি’-কে বেছে নিয়েছিলেন শাহিদ। তার মানেই বোঝা যাচ্ছে যে, ‘জার্সি’-র স্ক্রিপ্ট শাহিদের মনকে কতটা ছুঁয়ে গেছিল। তিনি চারবার স্ক্রিপ্টটি পড়েন এবং প্রত্য়েকবারই তাঁর চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ‘জার্সি’ যে শাহিদের মনের কত কাছের ছবি সেটা আর নতুন করে বলতে হবে না এরপর।