ক্লিক ওয়েব অরিজিনালস-এ আসতে চলেছে সত্য ঘটনা অবলম্বনে আর এক রুদ্ধশ্বাস ওয়েব সিরিজ ‘শক্তি রূপেণ’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম টিজার ৷ এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। ট্রেলারের শুরুতেই মনে ভয় ধরিয়ে দেয় একেবারে শুরুর পরিসংখ্যান সংক্রান্ত কথাগুলো। আসলে, কোনও ঘটনার ভুক্তভোগী কেউ যদি না হন বা চোখের সামনে না দেখেন, তাহলে তার গভীরতা উপলব্ধি করা সম্ভব নয়। ‘শক্তিরূপেণ’-র ট্রেলার সেই কাজটাই করে দেখিয়েছে। সন্দেহ নেই, ‘শক্তিরূপেণ’-র ট্রেলার আমাদের বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। চোখের সামনে অন্যায় ঘটতে দেখেও নিজেদের পরিণতির কথা ভেবে চুপ করে যাওয়া, ভিতরে কুরে কুরে মরা অপরাধবোধে, অবশেষে লড়াইয়ের সাহস জোগানো- মানবচরিত্রের এই যাত্রাপথ সুন্দরভাবে ফুটে উঠেছে ট্রেলারেই। কলকাতা থেকে ঘণ্টা তিনেকের দূরত্বে ছোট্ট গ্রাম সুটিয়া। যা বরুণ বিশ্বাসের গ্রাম নামে পরিচিত। আজ এই গ্রামের কথা সকলেরই জানা। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত তিন বছর এই গ্রামে নেমে এসেছিল এক অন্ধকার অধ্যায়। কমপক্ষে ২০০টি ধর্ষণের ক্ষত রয়েছে গ্রামে। ‘শক্তি রূপেণ’ সিরিজের কেন্দ্রীয় চরিত্র রিষান এবং দময়ন্তী। রিষানের ছোট্ট বুটিক আছে বৈচি গ্রামে। সেখানকারই ডিজাইনার দময়ন্তী। ফুলিয়ার অনাদিবাবুর তাঁত ঘর থেকে কাপড় নিয়ে ফেরার পথেই তাঁরা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন। ধীরে ধীরে অন্য দিকে বাঁক নেয় ঘটনা। ঘটতে থাকে একের পর এক খুন। আর তৈরি হয় নানা প্রশ্ন। কিন্তু সুটিয়ার কোনও অতীত কি এর সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই সব প্রশ্নের উত্তর মিলবে চলতি মাসেই। কারণ ফেব্রুয়ারিতেই শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং। এই নতুন ওয়েব সিরিজে রয়েছে একটি চমক। কারণ ‘শক্তি রূপেণ’-র জন্য প্রথম বারের জন্য জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং বাংলা টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেতা নবাব রেজওয়ান। দুই তারকারই ওয়েব দুনিয়ার প্রথম কাজ এটি। বাসবদত্তা এবং নবাব রেজওয়ানের পাশাপাশি এই সিরিজে দেখা যাবে অম্লান মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, স্বর্ণকমল, অঙ্কুর রায়, রানা মুখোপাধ্যায়, সৌমেন দত্ত প্রমুখদের। ‘শক্তি রূপেণ’ ওয়েব সিরিজের কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। পরিচালনা করছেন সুরজিৎ (সাহেব) মুখোপাধ্যায়। সৃজনশীল পরিচালনা এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন যথাক্রমে রাজদীপ ঘোষ এবং স্কাইপ্যান কমিউনিকেশনস। এছাড়া সিনেম্যাটোগ্রাফি এবং শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন যথাক্রমে সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সঞ্জীব চৌধুরী। আর ডিজাইনার হিসেবে কাজ করেছেন অদ্রিজা বিশ্বাস।