বাংলা ছবির পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতেও সমান তালে অভিনয় চালিয়ে যাচ্ছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায়। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’তেও শাশ্বতর অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছিল। এবার কঙ্গনা রানাউতের সঙ্গে স্ক্রিনস্পেস ভাগ করে নেবেন শাশ্বত। পরিচালকের আসনে রজনীশ ঘাই। সূত্রের খবর, ‘ধাকড়’ সিনেমায় দেখা যাবে শাশ্বতকে। দিন কয়েক আগেই এই সিনেমার লুক সেটের জন্য প্রস্থেটিক মেক-আপের মাপ-জোখ দিয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন। এবার শোনা যাচ্ছে, কঙ্গনার এই বহু প্রতিক্ষীত ছবিতেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শাশ্বত। সিনেমায় কঙ্গনার মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই সেই ছবির শুটিংয়ের জন্য ব্যাগ-পত্তর গুছিয়ে মধ্যপ্রদেশের ইন্দৌরে গিয়েছেন অভিনেতা। এরপর ভূপালেও সিনেমার কিছু দৃশ্যের শুটিং হবে। সেখানেও যাবেন শাশ্বত। সেখানকার শুটিং শেষ করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে। চলতি বছরের ১ অক্টোবর মুক্তি পাবে ‘ধাকড়’।