ধুমধাম করে মায়ের জন্মদিন সেলিব্রেট করলেন শ্রেয়া ঘোষাল। শ্রেয়ার মা শর্মিষ্ঠা ঘোষাল ৬০-এ পা দিলেন। ঘোষাল পরিবারের অবশ্যই স্পেশ্যাল অনুষ্ঠান। মায়ের জন্মদিনে কেক কাটা থেকে মায়ের পছন্দের খাবারের আয়োজন করেছিলেন শ্রেয়া। খুব শীঘ্রই মা হতে চলেছেন শ্রেয়া। সোশ্যাল মিডিয়ায় নিজেই কিছুদিন আগে এই সুখবর শেয়ার করেছিলেন। এ এক নতুন অভিজ্ঞতা। আর এই জার্নিতে নতুন করে চিনতে পারছেন নিজের মাকে। এ হেন শ্রেয়া এ বার মায়ের জন্মদিন পালন করলেন। সেই সেলিব্রেশনের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন শ্রেয়া। শ্রেয়া লিখেছেন, ‘মায়ের ৬০তম জন্মদিন। ওয়াও! মাকে দেখে কিন্তু ৬০ মনে হয় না, তাই না? মা সব সময় তুমি সুস্থ থাকো, আনন্দে থাকো। যাতে তুমি আমাকে প্যাম্পার করতে পার, আবার আমিও…। এ বার তুমি দিদিমা হতে চলেছ, দারুণ উত্তেজনা হচ্ছে!’