সদ্য মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মাতৃত্বের যে অন্যরকম জৌলুস রয়েছে, স্বাদ, গন্ধ রয়েছে, তা এবার অভিনবরূপে প্রকাশ করলেন শুভশ্রী। মা হওয়ার পর ওজন বেড়ে যাওয়ায় নেট জনতার কটাক্ষের মুখে পড়তে হয়নি, এমন তারকা বেশ কমই আছেন। মা হওয়ার পর ওজন বেড়ে যাওয়া নিয়ে কিংবা গ্ল্যামারে ভাটা পড়া নিয়ে যত কটূ মন্তব্য করা হোক না কেন, মাতৃত্বের আনন্দ অতুলনীয়। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি শুভশ্রী একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে সন্তানকে স্তন্যপান করাতে করাতেই র্যাম্পে হাঁটতে দেখা যায় এক মডেলকে। মা হওয়ার পর তিনি যে মাতৃত্বকে নবরূপে প্রকাশ করছেন,তা বেশ স্পষ্ট হয়ে যায় ওই মডেলের র্যাম্প ওয়াক দেখে। স্তন্যপান করাতে করাতে যে মডেল র্যাম্প ওয়াক করছেন, সে বিষয়ে কোনও মন্তব্য শুভশ্রী করেননি, তবে ভিডিয়োটি যে তাঁর মনের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলেই তিনি শেয়ার করেছেন, তা বেশ স্পষ্ট। সেই মডেলের ভিডিয়ো শেয়ার করে নিজের মনের ভাব স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রাজ-ঘরণী।