কয়েকদিন আগেই জন্মদিন গিয়েছে সিদ্ধার্থ মালহোত্রার। সেই উপলক্ষেই মুম্বইয়ে এসেছেন তাঁর বাবা-মা। আর এই সুযোগ একেবারে মিস না করে বাবা-মা’র সঙ্গে বান্ধবী কিয়ারা আদবানির দেখা করিয়ে নিলেন তিনি। মানেটা পরিষ্কার। পরিবারের কাছে আর সম্পর্কটা লুকিয়ে রাখতে চান না সিদ্ধার্থ। কিয়ারারও তাঁর পরিবারের অংশ হয়ে উঠতে আপত্তি নেই বোঝাই যাচ্ছে! ভালোবাসার সম্পর্ক নিয়ে অবশ্য রাখঢাক সেভাবে নেই এই জুটির। সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটে থাকলেও বলিউডে কান পাতলেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়। একসঙ্গে দেখা যায় বহু জায়গায়। গতকাল একই সঙ্গে রেস্তোরাঁয় আসেননি তাঁরা। আলাদা একটি গাড়িতে কিয়ারা আসেন। পরে আসেন সিদ্ধার্থ। কিয়ারার পরনে ছিল একটি ক্রপ টপ ও বেইজ রঙের একটি ফ্লেয়ার্ড ট্রাউজার। সঙ্গে ডেনিম জ্যাকেটের সঙ্গে টিম-আপ করেছিলেন তিনি। করোনা পরিস্থিতিতে মুখে মাস্ক অবশ্যই ছিল। এ দিকে সিদ্ধার্থকে একটি পিচ ট্রাউজারে দেখা যায়। ছিল সাদা টি-শার্ট ও বান্ধবীর সঙ্গে ম্যাচ করা ডেনিম জ্যাকেট।