তিন বছর পূর্ণ করল অভিনেতা সোহম চক্রবর্তী এবং তনয়া চক্রবর্তীর ছোট ছেলে অধ্যাংশ। রাত বারোটা বাজতেই অভিনেতার কলকাতার বাড়িতে হাজির হল কেক। ক্যাপটেন আমেরিকার টি-শার্ট পরে দাদার সঙ্গে মজা করে কেক কাটল সোহমের ছোট ছেলে। দাদাকে আদর করে কেক খাইয়েও দিল সে। তবে এসব কিছু থেকেই বাদ পড়লেন সোহম। আসন্ন নির্বাচনের প্রচারে বিগত বেশ কয়েক দিন ধরেই চণ্ডীপুরেই রয়েছেন অভিনেতা। সেখান থেকেই তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি। চলছে প্রচার, সভা-সমাবেশ। তাই ছোট ছেলের জন্মদিনে কলকাতায় থাকা হল না তাঁর। জন্মদিন সারতে হল ভিডিওকলেই। সশরীরে হাজির হতে না পারলেও সবটাই ভিডিওকলে চাক্ষুষ করলেন সোহম।