২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘সন অব সর্দার’ ছবিটি। কমেডির মোড়কে এই ছবি দর্শকের বিপুল ভালবাসা পেয়েছিল। ছবির দুই কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা গিয়েছিল অজয় দেবগণ ও সঞ্জয় দত্তকে। অজয়ের বিপরীতে ছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এই ছবির দারুন সাফল্যের পর থেকেই নির্মাতারা এর সিক্যুয়েলের পরিকল্পনা করছিলেন। অবশেষে এল সুখবর। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ‘সন অব সর্দার’-এর সিক্যুয়েলের শুটিং। অজয় দেবগণ এবং সঞ্জয় দত্তের পাশাপাশি এই ছবিতে মুখ্য নারী চরিত্র হিসেবে দেখা যেতে চলেছে ম্রুণাল ঠাকুরকে। সূত্রের খবর, তিন অভিনেতাকে নিয়ে ছবির প্রথম ভাগের শুটিং শুরু হবে স্কটল্যান্ডে। ৫০ দিন টানা শুটিংয়ের পর ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে ঠিক করেছেন নির্মাতারা। ভরপুর কমেডি থাকলেও ম্রুণালের সঙ্গে পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে অজয়কে।