আজ বিশ্ব নারী দিবস। বিশেষ এই দিন উপলক্ষে অ্যামাজন প্রাইম প্রকাশ করল সোনাক্ষি সিনহার প্রথম ওয়েব সিরিজের ফার্স্ট লুক। এই প্রথম ওয়েব দুনিয়ায় পা রাখছেন সোনাক্ষি সিনহা। একজন পুলিশের চরিত্রে তিনি অভিনয় করছেন। তবে ওয়েব সিরিজের নাম এখনও ঠিক হয়নি। সিরিজটি পরিচালনা করছেন রিমা কাগতি এবং রুচিকা ওবেরয়। এই সিরিজে সোনাক্ষি ছাড়াও অভিনয় করছেন বিজয় বর্মা, গুলশন দেভাইয়াহ, সোহম শাহ এবং আরও অনেকে। সোনাক্ষী সিনহার সঙ্গে কাজ করতে পেরে খুশি রিমা কাগতি। তিনি বলেন, “সোনাক্ষী এমনই একজন অভিনেত্রী যিনি সব চরিত্রে দারুণ ভাবে মানিয়ে যান। আমাদের সিরিজে ও একজন পুলিশের চরিত্রে অভিনয় করছেন। আবার অ্যামাজনের সঙ্গে কাজ করতে পেরে খুব ভাল লাগছে। আমরা সবাই অপেক্ষা করছি দর্শককে কবে দেখাতে পারব সিরিজটি।”
https://www.instagram.com/p/CMHiJ0xFurC/?utm_source=ig_embed