‘হ্যালোইন ডে’-তে হলিউডের ‘গ্ল্যামার কুইন’ মেরিলিন মনরোর বেশ ধরলেন সোনম কাপুর। একসময় হলিউডের ‘গ্ল্যামার কুইন’ বলতে লোকে মেরিলিন মনরোকেই চিনতেন। ১৯৬২ সালে মাত্র ৩৬ বছর বয়সে মেরিলিনের আকষ্মিক মত্যু স্তম্ভিত করেছিল বিশ্বকে। তাঁর মৃত্যু খুন নাকি আত্মহত্যা তা এখনও রহস্যই থেকে গিয়েছে। প্রয়াত সেই মার্কিন তারকা মেরিলিন মনরোর বেশে ধরা দিলেন সোনম। মেরিলিন মনরো-র বেশে নিজের লুক শেয়ার করে সোনম কাপুর লিখেছেন, ”এই হ্যালোইন আমাকে যাতে পেয়েছে … ওহ, আমার মনরো! এই ডিভাটি হয়ে ওঠার পিছনে আমার সঙ্গে আমার টিমের অভিজ্ঞতা বেশ মজাদার ছিল। অবশ্যই আমার অত্যন্ত প্রিয় একটু লুকই হ্যালোইনের জন্য পুনরায় তৈরি করেছি!” ৩১ অক্টোবর হ্যালোইন ডে উপলক্ষে সোনম কাপুর কীভাবে মেরিলিন মনরোতে বদলে গিয়েছেন তার একটি ভিডিয়োও পোস্ট করেছেন সোনম। যেখানে মেকআপের মাধ্যম অদ্ভুত ভাবে সোনমকে মনরোতে বদলে যেতে দেখা যাচ্ছে।