আত্মজীবনী লিখছেন সোনু নিগম

এতদিন মানুষ একজন ভালো গায়ক রূপে দেখেছেন সোনু নিগমকে। এবার অন্য এক সোনু নগমের আত্মপ্রকাশ ঘটতে চলেছে। তিনি আত্মজীবনী লিখছেন। নিজের জীবনের অনেক না জানা কথা এই আত্মজীবনী লিখছেন সোনু। সোনু নিগম জানিয়েছেন আত্মজীবনী লেখা তাঁর কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। তিনি বলেছেন, “আমি যখন আত্মজীবনী লিখছি, আমার শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যাচ্ছিল। আমার এই গান-জীবন, কর্মজীবন, নষ্ট জীবন,আধ্যাত্মিক জীবন– এতোগুলো সত্ত্বাকে শব্দের জালে বেঁধে ফেলা খুবই কঠিন। কিন্তু আমি জানি, আমার সাহস এবং তেজ আমাকে ঠিক লিখিয়ে নেবে। আপনারা আমার পাশে থাকুন।” সোনু নিগম জানিয়েছেন আত্মজীবনী লেখা মোটেই সহজ কাজ নয়। তিনি বলেছেন, “কতটুকু লিখব আর কতটুকু লিখব না এই সিদ্ধান্ত নেওয়াটা খুব শক্ত।” তিনি আরও জানিয়েছেন জর্জ বার্নাড শ একবার বলেছিলেন, “সমস্ত আত্মজীবনীই মিথ্যে।” এই কথার তাৎপর্য মর্মে মর্মে এখন বুঝতে পারছেন তিনি। সোনু বলেন, “আমি কোনও দিন ভাবিনি আমাকেও একদিন আত্মজীবনী লিখতে হবে, আর এই কঠিন পরিস্থির মধ্যে আমাকেও পরতে হবে।” এই বছরের শেষে তাঁর আত্মজীবনী প্রকাশ পাবে, এমনটাই জানিয়েছে প্রকাশনা সংস্থা ব্লুমসবারি ইন্ডিয়া। তবে বই-এর কী নাম দেবেন তা এখনও ঠিক করেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *