পঞ্জাবের রাজ্য আইকন সোনু সুদ

লকডাউনের মধ্যে ভিন রাজ্যে আটকে পড়েছিলেন বহু পরিযায়ী শ্রমিক। তাঁদের বাড়ি ফিরতে সাহায্য করেছিলেন সোনু সুদ। বাস, ট্রেন ও বিমানে করে তাঁদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আর এই কাজের মাধ্যমে সবার প্রশংসা কুড়িয়ে নেন তিনি। রিল লাইফ ভিলেন থেকে এভাবেই ধীরে ধীরে হয়ে ওঠেন রিয়েল লাইফ হিরো। তবে শুধু লকডাউনই নয়, তারপরও যখনই কেউ তাঁর কাছে সাহায্য চেয়েছেন, তাঁকে সাধ্যমতো সাহায্য করেছেন। শুধুমাত্র দেশের মধ্যেই নয়, বিদেশের মাটিতেও অনেককেই সাহায্য করেছেন তিনি। আর তাই এখনও কেউ কোথাও সমস্যায় পড়লে প্রথমেই সোনুর কাছে সাহায্য চান। নিজের সাধ্যমতো সবার দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। ধীরে ধীরে হয়ে উঠেছেন ‘মসিহা’। যদিও নিজেকে ‘মসিহা’ বলে মনে করেন না সোনু। আর সেই কথা জানিয়ে একটি বই লিখছেন তিনি। নিজের জীবনের যাবতীয় অভিজ্ঞতার কথা সেখানে তুলে ধরছেন। বইটির নাম ‘আই অ্যাম নো মসিহা’। এবার পঞ্জাবের রাজ্য আইকন হিসেবে সোনু সুদকে নিয়োগ করল নির্বাচন কমিশন। গতকাল পঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে টুইটারে একথা ঘোষণা করা হয়। টুইটারে সোনুর একটি ছবি পোস্ট করে লেখা হয়, “সত্যিকারের হিরো এখন পঞ্জাবের রাজ্য আইকন – সোনু সুদ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *