বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। এবার এক শিশুর জীবন বাঁচানোর জন্য বিশ্বের সব চেয়ে দামি ইনজেকশনের ব্যবস্থা করলেন তিনি। সেই ইনজেকশেনর দাম ১৭ কোটি টাকা বলে জানা যাচ্ছে। জয়পুরের এই শিশুটি ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ-২’ রোগে আক্রান্ত। পেশির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যে মোটর নিউরোন, তা নষ্ট হওয়ার কারণেই মেরুদণ্ডের এই বিরল রোগ হয়। এই রোগের চিকিৎসা খুবই খরচসারপেক্ষ। ২২ মাসের এই শিশুটি এমনই জটিল রোগে ভুগছে। সেই শিশুর চিকিৎসা সাহায্যের হাত বাড়ান সোনু সুদ।