দেশজুড়ে কোভিড-১৯ টিকাকরণ শুরু হয়েছে। অনেকেই নিতে শুরু করেছেন কোভিডের এই টিকা। সম্প্রতি এই লিস্টে নাম লেখালেন অভিনেতা সোনু সুদ। সদ্যই তিনি করোনার টিকাকরণ নিলেন পাঞ্জাবের অমৃতসরে। তিনি শুধু টিকা নেননি, দেশজুড়ে করোনা টিকাকরণের সচেতনতা বাড়াতে তিনি শুরু করলেন নতুন উদ্যোগ ‘সঞ্জীবনী: এ শট অফ লাইফ’। সোনু সুদ জানিয়েছেন দেশের বহু মানুষ এখনও দ্বিধান্বিত করোনার ভ্যাকসিন নেবেন কি না। পরিবারের বড়দের ভ্যাকসিন নেবার জন্য এবং যাঁরা ভ্যাকসিন নেবার যোগ্য তাদের উৎসাহ দেওয়ার জন্য এই ‘সঞ্জীবনী: এ শট অফ লাইফ’ কাজ করবে। তিনি বলেছেন, “সচেতনতা খুবই কম। আমাদের এই উদ্যোগ মানুষদের উৎসাহ দেবে। আমি সেই কারেই প্রকাশ্যে ভ্যাকসিন নিলাম, যাতে মানুষ ভ্যাকসিন নিতে দু’বার না ভাবেন। এই কারণেই আমাদের এই উদ্যাগ যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে।” দেশের বিভিন্ন জেলায় এবং পাঞ্জাবের বিভিন্ন গ্রামে এই উদ্যোগ নেওয়া হবে বলে সোনু জানিয়েছেন।