অত্যন্ত সঙ্কটজনক প্রবাদপ্রতীম বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। গতকাল রাতেই ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল সৌমিত্রবাবুকে। আজ সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর কিডনি এখন আর সঠিকভাবে কাজ করছে না। চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্রবাবুর চেতনাও কিছুটা কমে গিয়েছে। পাশাপাশি কমেছে তাঁর প্লেটলেটের সংখ্যা। শরীরে বেড়েছে ইউরিয়া আর সোডিয়ামের মাত্রা। ইমিউনোগ্লোবিন এবং স্টেরয়েড দিয়ে একটা সময় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রার তারতম্য ঘটেছে ৷ পাশাপাশি তাঁর স্নায়ু ঠিক মতো কাজ করছে না । মস্তিষ্কের স্নায়ু প্রায় অচল হয়ে গিয়েছে। দেশের এবং বিদেশের বিভিন্ন বিশিষ্ট স্নায়ু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। আগে থেকেই এনসেফালোপ্যাথি এর জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন পর্দার সৌমিত্র চট্টোপাধ্যায়। সেটা গত কয়েকদিনে অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছিল। কিন্তু সম্প্রতি তা আবার সংক্রমিত হয়েছে ।