আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমাফেরেসিস করা হবে

সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্র‍্যাকিওস্টমি করলেন চিকিৎসকরা । ট্র‍্যাকিওস্টমি সফলভাবে করা গিয়েছে বলে জানা যাচ্ছে। আজ প্লাজমাফেরেসিস করানো হবে। চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে অবস্থিত এক বেসরকারি হাসপাতালে গত ৬ অক্টোবর থেকে ভরতি ৮৫ বছরের সৌমিত্র । অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে বুধবার রাতে অরিন্দমবাবু বলেন, “আজ সৌমিত্রবাবুর ট্র‍্যাকিওস্টমি করা হয়েছে । সার্জিকাল বিভিন্ন চ্যালেঞ্জ, রক্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা সত্ত্বেও সফলভাবে হয়েছে এই ট্র‍্যাকিওস্টমি । উদ্বেগের কোনও কারণ নেই। সৌমিত্রবাবুর চিকিৎসার বিষয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ প্লাজ়মাফেরেসিস । যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বৃহস্পতিবার থেকে প্লাজমাফেরেসিস করানো হবে। আশা করা হচ্ছে, এই থেরাপি করানো হলে সৌমিত্রবাবুর জ্ঞান ফিরে আসবে।” সৌমিত্রবাবুর শরীরের অন্য বিভিন্ন প্যারামিটার স্থিতিশীল রয়েছে। তাঁর জ্বর নেই। রক্তচাপও রয়েছে নিয়ন্ত্রণে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনযুদ্ধ বহমান । এখনও দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছেন কিংবদন্তী। আর তাঁর এই লড়াইয়ে কাঁধ দিয়েছেন ডাক্তাররা। দিনরাত পরিশ্রম করে তাঁরা একটু একটু করে সুস্থ করে তুলছেন অভিনেতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *