উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ।১০টা ৩৫ নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। সঙ্গে ছিলেন হাসপাতালের সিইও রুপালি বসু এবং ডঃ সপ্তর্ষি বসু। ছুটি পাওয়ার পর সৌরভ বলেন, “সবাইকে ধন্যবাদ। আমাকে যত্ন করার জন্য ধন্যবাদ। দারুন চিকিত্সা হয়ছে। আমি পুরোপুরি সুস্থ আছি। ‘আমি আবারও কাজে ফিরব। এবার আমার জীবনে অন্য উড়ান শুরু হল।” সৌরভের বাড়িতে ফেরার পর তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন টলিউড তারকারা। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে আবীর চট্টোপাধ্যায় বা অঙ্কুশ হাজরা, মহারাজের প্রত্যাবর্তনে খুশির হাওয়া তারকা মহলেও। ঋতুপর্ণা বলেন, সৌরভ আমার খুব কাছের বন্ধু। ছোটবেলার, কোচিং ক্লাসের বন্ধু। সৌরভের অসুস্থতার খবর পেয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওই খবর পাওয়ার পর ডোনাকে মেসেজ করি। হাসপাতালে ফোন করে খবর নি। সৌরভ আমাদের সম্পদ। ওঁর সুস্থতার খবর পেয়ে খুব আশ্বস্ত লাগছে বলে জানান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেতা আবীর চট্টোপাধ্যায় বলেন, দাদা তুমি চটজলদি সুস্থ হয়ে যাও বলে আশা প্রকাশ করেন । অঙ্কুশ হাজরা লেখেন, সৌরভ গঙ্গোপাধ্যায় যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, এটা খুব খুশির খবর। ২০২১ দাদার খুব ভাল কাটুক, এই প্রার্থনাই করি। দাদা খুব ভাল থাকুন। অপরাজিত আঢ্য লেখেন, এটা খুব খুশির খবর যে সৌরভ গঙ্গোপাধ্যায়, আমাদের দাদা আজ বাড়ি ফিরলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় জীবনে অনেক লড়াই করেছেন, খেলার মাঠে তো বটেই। খেলার মাঠে সৌরভ বার বার সবাইকে জিতিয়েছেন, জীবনেও অনেক কিছুর সঙ্গে লড়াই করছেন। আর এবার শরীরের সঙ্গে লড়াই করেও এই ইনিংসটা খুব সহজে জেতালেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য। দাদা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শুনে আশ্বস্ত লাগছে। হাসপাতাল থেকে সৌরভ বাড়ি ফেরার পর এমনই জানান অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী