দেখতে দেখতে বিয়ের একটা বছর পার করে ফেললেন সৃজিত মুখার্জী ও রশিদ রাফিয়া মিথিলা। প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেশনে মিথিলাকে নিয়ে সুন্দরবনে বেড়াতে গিয়েছেন সৃজিত। সঙ্গে নিয়ে গিয়েছেন ছোট্ট আইরাকেও। সৃজিত-মিথিলার ছবিও তুলে দেয় ছোট্ট আইরা। নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার এক টুকরো মুহূর্ত নিজেই টুইটারে পোস্ট করেছেন পরিচালক। লিখেছেন, ‘Days and nights in the forest’।