শীতের ছুটি কাটাতে মিথিলা এবং আইরাকে নিয়ে সিকিম পাড়ি দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সিকিম উড়ে যাওয়া আগে কলকাতা বিমানবন্দরের একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল সৃজিতকে। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সিকিম ভ্রমণের বিভিন্ন মুহূর্ত শেয়ার করলেন সৃজিত-মিথিলা। সিকিম ভ্রমণের ছবির কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লিখেছেন, ”বহু প্রতিক্ষীত বিরতি।” হ্যাশট্যাগ ফ্যামিলি ভ্যাকেশন। অন্যদিকে সৃজিতের পোস্ট থেকে জানা যাচ্ছে, তাঁরা এই মুহূর্তে সিকিমের রংপো শহরে রয়েছেন। ছবি পোস্ট করে পরিচালক লিখেছেন, ”Oasis Cafe. Rang Po. With my Little Women.”।