প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির তারকাখচিত কাস্টিং। বহুদিন ধরেই এই ছবির কাস্টিং নিয়ে মানুষের মনে একটি উত্তেজনা ছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালক নিজেই সত্যিটা সামনে আনলেন। বাইশে শ্রাবণ ছবির এই শ্রাবণ গানের জনপ্রিয় লাইনের নামেই ছবির নামকরণ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির ক্যাপশনে পরিচালক লিখেছেন ‘আসলে সত্যি বলে সত্যি কিছু নেই’। ছবিতে সৃজিতকে একবারে খোশ মেজাজে দেখতে পাওয়া যাচ্ছে। তাঁর পরনে রয়েছে নীল টিশার্ট এবং ট্র্যাক প্যান্ট। এবারও ছবি পোস্ট করে সকলকে সুখবর দিলেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে অর্জুন চক্রবর্তী, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী এবং অনন্যা চট্টোপাধ্যায়। পরের সারিতে আবার রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সুহত্র মুখোপাধ্যায়। তবে চোখে পড়ার মতো বিষয় এই ছবিতে দেখতে পাওয়া যাবে না অনির্বাণ ভট্টাচার্যকে, কিন্তু থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়।