করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা রাজ্য টেলি একাডেমি-র চেয়ারম্যান অরুপ বিশ্বাস। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকদের মতে, কিছুদিন তাকে বাড়িতেই বিশ্রামে থাকতে হবে। এই ভয়াবহ করোনা অতিমারিতে সকলকেই সাবধানতা অবলম্বন করে সমস্ত কোভিড বিধি মেনে থাকার কথা বলেছেন বিদ্যুৎমন্ত্রী অরুপ বিশ্বাস।