সরস্বতীপুজোর সকালে হাতেখড়ি রাজ-শুভশ্রী কন্যা ইয়ালিনির

সরস্বতীপুজোর সকালে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে সেজে ওঠে ছোট্ট প্রতিমা বেশে। প্রতি বছরই পরিচালকের অফিসে ধুমধাম করে সরস্বতীপুজোর আয়োজন করা হয়। এই বছরও তার অন্যথা হয়নি ৷ তবে আজকের দিনটা একটু বিশেষ ৷ কারণ একদিকে যেমন আজ মুক্তি পেয়েছে রাজের হোক কলরব ৷ অন্যদিকে, প্রথমবার হাতে খড়ি হল ছোট্ট মেয়ে ইয়ালিনির ৷ মায়ের কোলে বসে হাতেখড়ি হল ইয়ালিনির। সরস্বতীপুজোয় সবুজ শাড়িতে সাজেন শুভশ্রী। ছেলে ইউভানকে পাশে বসিয়ে পুষ্পাঞ্জলিও দেন অভিনেত্রী ৷ সেই ছবি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন শুভশ্রী ৷ লাল পাড় সাদা শাড়ি, পায়ে আলতা, গলায় দক্ষিণী হারে ইয়ালিনির সাজ দেখে মুগ্ধ নেটপাড়া ৷