এবার হিন্দি ছবির দুনিয়াতেও পা রাখতে চলেছেন সুদীপ্তা চক্রবর্তী। কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই এবার বলিউডে অভিষেক হচ্ছে সুদীপ্তার। যদিও হিন্দি ছবিতে এটা তাঁর প্রথম কাজ হলেও হিন্দি ধারাবাহিক, টেলিফিল্মে সুদীপ্তা আগে কাজ করেছেন। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘মনোহর পাণ্ডে’ ছবিতে অভিনয় করছেন সুদীপ্তা। এই ছবিতে সৌরভ শুক্লা, রঘুবীর যাদব, সুপ্রিয়া পাঠকদের সঙ্গে দেখা যাবে তাঁকে।