আজকের দিনটি সানি লিওনের কাছে খুব স্পেশাল। কারণ আজকের দিনেই ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। দেখতে দেখতে ১০ বছর এক সঙ্গে কাটিয়ে দিলেন সানি-ড্যানিয়েল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ড্যানিয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন সানি। নিজেদের একটি ছবি শেয়ার ররে তিনি লিখেছেন, ‘শুভ দশম বিবাহবার্ষিকী, সেই মানুষটিকে, যাঁকে আমি ভালবাসি। আমি প্রার্থনা করব, মৃত্যু পর্যন্ত যাতে আমরা একসঙ্গে জীবনের পথ চলতে পারি। তুমিই আমার হিরো। ভালবাসি তোমাকে।’ ২০১১-এ বিয়ে করেছিলেন সানি এবং ড্যানিয়েল। তাঁরা তিন সন্তানের বাবা-মা। মেয়ে নিশা বড়। তারপর একই সঙ্গে তাঁদের জীবনে এসেছে যমজ পুত্র সন্তান নোয়া এবং আসের।