আজ গায়ক শোভন গাঙ্গুলীর জন্মদিন। গতকাল রাত থেকেই শুরু হয়েছে সেলিব্রেশন। স্বাভাবিকভাবেই আজকের দিনটা খুব স্পেশাল অভিনেত্রী স্বস্তিকা দত্ত-র কাছে। শোভন এবং স্বস্তিকার বিশেষ বন্ধুত্বের কথা এখন সকলেরই জানা। তাই এখন শোভনকে নিয়ে আর খুব একটা লুকোচুরি নেই স্বস্তিকার। সেজন্যই বিশেষ ছবির ক্যাপশনে তিনি লিখতে পারেন, ‘বি দিস, ফরএভার অ্যান্ড এভার’। ছবিতে দেখা যাচ্ছে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে স্বস্তিকার সঙ্গে কেক কাটছেন বার্থডে বয় শোভন।
https://www.instagram.com/p/CNF-7E-jkXv/?utm_source=ig_web_copy_link