স্টাইল স্টেটমেন্টে অনেক তারকার থেকেই অনেক বেশি এগিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়। একথাটা অনেকেই মানেন। তাঁকে বাংলার ‘ফ্যাশনিস্তা’ বললেও ভুল হয় না। টুইটারে সাজগোজের কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ওয়েব সিরিজ ‘ব্ল্যাক উইডো’র প্রমোশনের জন্যই এই ছবি তুলেছেন বলে জানান স্বস্তিকা। করোনা মহামারীর এই সময়ে বাড়ি থেকে অনলাইনেই চলছে ওয়েব সিরিজের প্রমোশন। আর সেকারণেই সাজগোজ করে প্রস্তুতি নিয়েছেন অভিনেত্রী। ছবিতে সাদা শাড়ির সঙ্গে একটি স্পোর্টস জ্যাকেট, সঙ্গে গোলাপী ভারী ঝুমকোয় সেজেছেন স্বস্তিকা। বিভিন্ন পোজে ছবিও তুলেছেন। ছবির পাশাপাশি ক্যাপশন দিয়ে স্বস্তিকা বলেন, ‘অনলাইনে প্রমোশন হতে থাকছে, তার জন্য সাজুগুজু করতে হচ্ছে, ২০২০ এটা আমাকে ভালো করে শিখিয়ে দিয়েছে, আর আমি রিপোর্ট কার্ডে নম্বরটাও বেশ ভালোই পেয়েছি, কি বলেন?’ অভিনেত্রীর এই টুইটে সহমত প্রকাশ করে উত্তরও দিয়েছেন অনেকে।