ফিল্ম সমালোচক গিল্ড অ্যাওয়ার্ড-এ সেরা অভিনেত্রী মনোনীত স্বস্তিকা মুখোপাধ্যায়

জাতীয় স্তরে ফিল্ম সমালোচকদের সংগঠন ‘দ্য ফিল্ম ক্রিটিক্স গিল্ড’-এর ‘ক্রিটিক্স চয়েস ফিল্ম অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর মনোনয়নে জায়গা করে নিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে একই তালিকায় রয়েছে তাপসী পান্নু-পঙ্কজ ত্রিপাঠী-তিলোত্তমা সোমের মতো তাবড় অভিনেতারা। ২০২০ সালে জাতীয় স্তরে বেশ নজর কেড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘পাতাললোক’ বা ‘দিল বেচারা’-র মতো সুপারহিট প্রজেক্টে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে। স্বস্তিকার অভিনয় জাতীয় স্তরের সমালোচকদের মনে ধরেছে। আর সেই জন্যই এই পুরষ্কারের জন্য মনোনীত হলেন তিনি। তবে স্বস্তিকার এই মনোনয়ন কোনও হিন্দি ছবির জন্য় নয়, তাঁর বাংলা ছবি ‘তাসের ঘর’-এর জন্য। সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা ছবির মনোনয়নেও রয়েছে সুদীপ রায় পরিচালিত ‘তাসের ঘর’। ‘উইডো অফ সাইলেন্স’-এর জন্য শিল্পী মারওয়াহা, ‘থাপ্পড়’-এর জন্য তাপসী পান্নু, ‘স্যর’-এর জন্য তিলোত্তমা সোমের মতো অভিনেতাদের পাশে একমাত্র বাংলা ছবি ‘তাসের ঘর’-এর স্বস্তিকা। সেরা পুরুষ অভিনেতার মনোনয়নে রয়েছন নওয়াজুদ্দিন সিদ্দিকি, মনোজ বাজপেয়ি বা পঙ্কজ ত্রিপাঠীর মতো তারকারা ।

https://www.instagram.com/p/CKmgzEVhFf_/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/CKngCPJBOZi/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *