এক বছর হয়ে গেল ইহলোক ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। গত বছর ১১মার্চ প্রয়াত হয়েছিলেন অভিনেতা। আজকের দিনে বাবাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং তাঁর বোন অজপা মুখোপাধ্যায়। এক বছর কেটে গেলেও এখনও প্রতিটি মুহূর্তে বাবাকে মিস করেন দুই বোন। মিস করেন ফেলে আসা সুখের সময়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অজপা। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন সন্তু এবং স্বস্তিকা। পারিবারিক অ্যালবামের এই ছবিতে খুশির মুহূর্ত স্পষ্ট। তিনজনেরই হাসিমুখ। অজপা ক্যাপশনে লিখেছেন, ‘তুমি এরমই হাসি খুশি থেকো বাবা। এক বছর কোথা দিয়ে চলে গেল…।’ সেই ছবিই শেয়ার করেছেন স্বস্তিকাও। বাবার মৃত্যুর পর লকডাউনের অনেকটা সময় মুম্বইতে মেয়ে অন্বেষার কাছে ছিলেন স্বস্তিকা। সামলে উঠতে সময় লেগেছিল অভিনেত্রীর। ক্যানসারে আক্রান্ত ছিলেন সন্তু। স্ত্রীকে হারিয়েছিলেন আরও কয়েক বছর আগেই। গত বছর আজকের দিনে জীবনাবসান হয় তাঁর। গত বছর এই সময়টা বাবার অসুস্থতার মধ্যেও পেশাদারি দায়িত্ব পালন করছিলেন স্বস্তিকা। পরিচালক অর্জুন দত্তর একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেখান থেকেই শেষ সময়ে বাবার পাশে পৌঁছেছিলেন।
https://www.instagram.com/p/CMRMFxaBk2u/?utm_source=ig_web_copy_link