কেরলে গালের পোড়া ত্বকের চিকিৎসা করাচ্ছেন স্বস্তিকা

ফুটন্ত গরম চা পড়ে গালের ত্বক পুড়ে গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এখন আপাতত সেরে উঠছেন বটে। তবে গরম তরলের জ্বালাটা কিছুতেই যেন কাটতে চাইছিল না। তাই এক বন্ধুর পরামর্শে সোজা কেরলে চলে যান। সেই বন্ধুই অভিনেত্রীকে জানান, এই বিশেষ আয়ুর্বেদিক স্পা ট্রিটমেন্টের কথা। তাই কোনওরকম দেরি না করে স্বস্তিকা চলে গিয়েছেন দক্ষিণে। দিন কয়েক প্রকৃতির মাঝে, নিরালায় কাটাবেন তিনি। সেখানেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। অনুরাগীদের উদ্দেশে বললেন, পোড়া ত্বকে কেউ যেন মেক-আপ না করেন। কেরল থেকে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করছেন স্বস্তিকা। কখনও সমুদ্র সৈকতে বসে গায়ে রোদ মাখছেন তো কখনও বা আবার কেরালার বিলাসবহুল রিসর্টের সুইমিং পুলে ‘জলকেলী’তে মত্ত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিয়ে অবশ্য এমন অবতারেই দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

https://www.instagram.com/p/CKwkORRhII_/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CKtp4eyhu_a/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CKq05F2hgQc/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *