ছোটপর্দার জনপ্রিয় কমেডি ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র জনপ্রিয় অভিনেতা গুরুচরণ সিং গত ৪ দিন ধরে নিখোঁজ। তিনি রোশন সিং সোধির ভূমিকায় অভিনয় করেছিলেন। অভিনেতার বাবা দিল্লি পুলিসের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই ছেলের নিখোঁজ হওয়ার ডায়েরি করেছেন তিনি দিল্লির পালাম থানায়। পুলিস ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৬৫ ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করেছে। ৫০ বছর বয়সী টিভি অভিনেতা ২২ এপ্রিল সকাল ৮.৩০ টায় দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার কথা ছিল। পুলিসের প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, তিনি মুম্বইয়ের ফ্লাইট নেননি। অভিনেতার বাবা নিখোঁজ ডায়েরি করেন। যেখানে লেখা রয়েছে, ‘আমার ছেলে গুরুচরণ সিং, বয়স ৫০। ২২ এপ্রিল সকাল সাড়ে আটটায় মুম্বই যাওয়ার জন্য বের হয়েছিল। তিনি ফ্লাইট ধরতে বিমানবন্দরে গিয়েছিলেন। তবে আর মুম্বই পৌঁছননি। গত ৪দিন ধরে তিনি নিখোঁজ। তার ফোনও পাওয়া যাচ্ছে না। গুরুচরণ মানসিকভাবে স্থিতিশীল। আমরা ওকে খুঁজছিলাম কিন্তু এখন পর্যন্ত পাইনি।’ ইতিমধ্যেই গুরুচরণ সিংকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অভিনেতাকে সোমবার রাতে দিল্লির পালাম এলাকায় একটি রাস্তা পার হতে দেখা যায়। অভিনেতার পরনে ছিল টি-শার্ট, জিন্স। তাঁর পিঠে ছিল একটি ব্যাকপ্যাকও। রাত ৯টা ১৪ মিনিটের দিকে পালামের একটি ট্রাফিক মোড়ে তাঁকে দেখা যায়। পুলিস এখন অভিনেতার কল রেকর্ডগুলি ট্রেস করার চেষ্টা করছে। যে ব্যক্তির সঙ্গে গুরুচরণের শেষ হয়েছিল তাকে খুঁজে বের করার লক্ষ্য পুলিসের।