খুব অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডে নায়িকাদের মধ্যে একেবারে প্রথম সারিতে নিজের স্থান করে নিয়েছেন তাপসী। বলিউডে ডাকাবুকো যে ক’জন নায়িকা রয়েছেন তাঁদের তালিকায় প্রথম সারিতে পড়েন তাপসী৷ একেবারে বিন্দাস, একেবারে ঠোঁটকাটা ৷ তাপসী যখনই যা বলেন, তা স্পষ্ট ৷ সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তিনি। সম্প্রতি তাপসী পান্নু সোশ্যাল মিডিয়া তাঁর মলদ্বীপ ঘোরার ছবি পোস্ট করলেন, যা দেখে রীতিমতো আগুন লাগল সোশ্যাল মিডিয়া ৷ তাপসীকে এই ছবিতে দেখা গেল একেবারে হট অবতারে ৷ বিকিনি পরেই নীল সমু্দ্রের ধারে পোজ দিলেন তাপসী ৷ নেটিজেনরা তাঁর এই ছবি দেখে ভীষণ ভাবে মুগ্ধ হয়েছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তাপসী পান্নুর বিকিনি পরা ছবি।