ফের মুক্তি পেতে চলেছে চূর্ণী গাঙ্গুলি পরিচালিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘তারিখ’। বলিউডের ছবির ব্যবসার কাছে সবসময় কোণঠাসা হয়ে পরে টলিউড। সেরকমই এক উদাহরণ ‘তারিখ’। সেরা সংলাপের জন্য জাতীয় পুরস্কার ঝুলিতে পুরলেও, মাল্টিপ্লেক্সে পাঁচদিনের বেশি জায়গা ধরে রাখতে পারে নি এই ছবি। প্রতিদিনের মুহুর্তে বাঁচার কথা বলে এই ছবি। বর্তমানে মুম্বইয়ে করোনা আবহে বন্ধ সিনেমা হল। ফলে সব ছবির মুক্তি পিছিয়ে যাচ্ছে। সামনে পয়লা বৈশাখ। বিসর্জনের সময় থেকেই পয়লা বৈশাখ লাকি প্রযোজক সূপর্ণকান্তি করাতির। তাই বাঙালি আবেগ উস্কে দিয়ে এই ছবি মুক্তির সিদ্ধান্ত নিলেন। আগে পয়লা বৈশাখে টলিউডে বাংলা ছবি মুক্তির চাপ থাকত। এখন সেই দৌড়ে নেই পরিচালকেরা, তাই খারাপ লাগাও রয়েছে তাঁর। সেই বাঙালিয়ানা ফিরিয়ে আনার উদ্যোগ নিলেন প্রযোজক। শহরের পাঁচটি মাল্টিপ্লেক্সে প্রতিদিন একটি করে শো থাকবে তারিখের। আগামী ৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।