ঘোষিত হল সুদীপ দাসের পরিচালনায় ছবি ‘কুলের আচার’-এর মুক্তির দিন। ছবির শুটিং এখনও চলছে, তাঁর মধ্যেই প্রকাশ পেল মুক্তির দিন। আগামী ৩রা জুন বড়পর্দায় মুক্তি পাবে ছবি ‘কুলের আচার’। ছবিতে প্রথমবার জুটি বাঁধছে মুধুমিতা-বিক্রম। এই ছবির হাত ধরেই বড়পর্দায় আসছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। ছবিতে মুধুমিতা চক্রবর্তী ও বিক্রম চট্টোপাধ্যায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন আর শ্বাশড়ির ভূমিকায় দেখা যাবে ইন্দ্রাণী হালদারকে। তাঁর বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে। এক অল্পবয়সী মেয়ের বিয়ের পরে পদবী পরিবর্তন করা নিয়ে গল্প।