বর্তমান সময়টা ওয়েব সিরিজের যুগ। এখনও পর্যন্ত যে’কটি সিরিজ সবচেয়ে বেশি আলোচিত ও জনপ্রিয় হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম ‘মির্জাপুর’। ২০১৮ সালে সিরিজটি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল। অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিরিজটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই সঙ্গে এর দ্বিতীয় সিজনের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছিল। আগামী ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘মির্জাপুর ২’। গতকাল নতুন সিজনের ট্রেলার প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর নেট দুনিয়ায় রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে ‘মির্জাপুর সিজন ২’। ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর নতুন সিজন। যার ফলে দর্শকদের আকাঙ্ক্ষা আরও বেড়েছে। ইউটিউবে মুক্তি পাওয়ায় পর মাত্র দুই ঘণ্টায় ট্রেলারটি ২০ লাখের বেশি দর্শক দেখেছে। এতেই বোঝা যাচ্ছে, নতুন এই সিজনটি নিয়ে দর্শকরা কতোটা উত্তেজিত। কিন্তু এবার মির্জাপুরের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াল নেটিজেনদের একাংশ। অর্থাত্ মির্জাপুরের এই নতুন মরশুমকে বয়কটের ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ। অভিযোগ, CAA বিরোধী প্রচারে যোগ দিয়েছিলেন আলি ফজল। CAA বিরোধী টুইটও করেছিলেন তিনি। সেই কারণেই আলি অভিনীত সিরিজ বয়কটের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #BoycottMirzapur2। উল্লেখ্য, ‘মির্জাপুর ২’-তে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, বিক্রান্ত মাসে, রসিকা দুগ্গল, হর্ষিতা গউর, দিব্যেন্দু শর্মা এবং কুলভূষণ খারবান্দার প্রমুখ। সিরিজটি নির্মাণ করেছেন গুরমিত সিং ও মিহির দেসাই।