এই প্রথম বিদেশের মাটিতে সুচিত্রা সেনকে নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঘোষণা করা হয়। জানা গিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আগামী ২০ ও ২১ এপ্রিল প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে বাঙালির অতি প্রিয় নায়িকা সুচিত্রা সেনের এই চলচ্চিত্র উৎসব। টলিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের সিনেমা জগতের নায়ক তথা সদ্য রাজনীতির ময়দানে নামা ফিরদৌস আহমেদ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, সুচিত্রা সেনকে নিয়ে এই ছবি-উৎসবের জন্য ইতিমধ্যেই মহানায়িকা-অভিনীত ছবি বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মদিন। সেই দিন পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে। জানা গিয়েছে, পাবনায় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি। সেই বাড়ির স্মৃতি ও এই অভিনেত্রীর প্রতি বাঙালির আবেগর জায়গা থেকেই এই আন্তর্জাতিক উৎসবের উদ্যোগ। পাশাপাশি বিদেশের মাটিতে বাংলা ছবিকে ছড়িয়ে দেওয়াও এর লক্ষ্য। বাংলা ছবির বিশ্বায়ন এর উদ্দেশ্য। বিদেশে বাংলা চলচ্চিত্রের দর্শক তৈরি করাও রয়েছে এর লক্ষ্যের মধ্যে। বিদেশে বাঙালি চলচ্চিত্রকর্মীদের স্বীকৃতি এবং প্রবাসী চলচ্চিত্রকর্মীদের সঙ্গে আমেরিকার মূলধারার চলচ্চিত্রকর্মীদের সেতুবন্ধনের জরুরি কাজটিও করবে এই ধরনের উৎসব।