বড় পর্দায় কাবুলিওয়ালা চরিত্র নিয়ে ফিরছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবিটির পরিচালক সুমন ঘোষ ও প্রযোজনায় রয়েছে ‘এসভিএফ এন্টারটেনমেন্ট’। ২০২২ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ছবি ‘প্রজাপতি’। জানা যাচ্ছে, ফের ২০২৩ সালের ডিসেম্বর মাসে বড় পর্দায় ফের দেখা যাবে মিঠুন চক্রবর্তী-কে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘কাবুলিওয়ালা’ অবলম্বনে নির্মিত হবে ছবিটি। এরই মধ্যে শুরু করা হয়েছে ছবির শ্যুটিং। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই ছবির নির্মাতারা প্রকাশ্যে এনেছেন অভিনেতার প্রথম লুক।