ছবির পর্দায় এই প্রথম জুটি বাঁধছেন অভিনেতা যশ দাসগুপ্ত ও অভিনেত্রী এনা সাহা। এনার সংস্থা জেরেক এন্টারটেনমেন্ট প্রযোজিত শিলাদিত্য মৌলিকের পরিচালনায় আসছে নতুন ছবি ‘চিনে বাদাম’। সোমবার প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার। ঘোষিত হল ছবির মুক্তির তারিখ, আগামী ২৭শে মে মুক্তি পেতে চলেছে পরিচালক শিলাদিত্য মৌলিকের ছবি ‘চিনে বাদাম’।