পরিচালক মধুর ভান্ডারকরের পরিচালনায় আসছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার পরবর্তী ছবি ‘বাবলি বাউন্সার’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। ইতিমধ্যেই ছবির প্রথম শিডিউলের শুটিং শেষ হয়েগিয়েছে। শুধু হিন্দি ভাষাতে নয় ‘বাবলি বাউন্সার’ ছবিটি মুক্তির পাবে তামিল ও তেলুগু ভাষাতেও। সোশ্যাল মিডিয়ার পেজে অভিনেত্রী নিজেই সেই খবর দেন।