অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী’-র প্রথম গান ‘বম ভোলে’ মুক্তি পেল। যেখানে এক নতুন অবতারে দেখা মিলল অক্ষয় কুমারের। লাল রঙের শাড়ি পরে ত্রিশূল হাতে নিয়ে অক্ষয় কুমারের এই লুক অনবদ্য। লক্ষ্মী-তে অক্ষয় কুমারের চরিত্রকে যেভাবে আঁকা হয়েছে, তার জেরে অভিনেতার মধ্যে প্রকাশ পেয়েছে এক নতুন অভিনয় শৈলীর। ফলে অক্ষয় কুমারের ওই রূপ দেখলে অন্যরকম মনে হচ্ছে বলেই মত প্রকাশ করেন তাঁর অনুরাগীরা। গায়ে কাঁটা দেওয়া কন্ঠে শোনা গেল ‘বম ভোলে’। শিব এবং পার্বতীর মিলিত রূপ (আদিপুরুষ)-এর একটি মূর্তির সামনে বম বম ভোলে বলে নাচতে দেখা যায় অক্ষয় কুমারকে। প্রসঙ্গত পরিচালক রাঘব লরেন্সের দক্ষিণী সিনেমা কাঞ্চনা-র অনুকরণে তৈরি হয়েছে লক্ষ্মী।