৬৭ বছর বয়সে প্রয়াত হলেন আইনজীবী শ্রীকান্ত শিবাদে। তিনি ক্রিমিনাল আইনজীবী হিসাবে সুনাম অর্জন করেছিলেন। তিনি বলিউডের অনেক বড় বড় কেস সামলেছেন। শ্রীকান্ত শিবাদে সলমন খানের ‘হিট অ্যান্ড রান’ কেস থেকে শুরু করে বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মামলার আইনজীবী ছিলেন। জানা গেছে, শ্রীকান্ত শিবাদে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি লিউকোমিয়া বা ব্লাড ক্যানসারে ভুগছিলেন। তাঁর বোনম্যারো ট্রান্সপ্লান্টও করা হয়েছে গত বছর। তিনি পুনের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোকের ছায়া নেমে এসেছে পুনের আইনজীবী মহলে প্রখ্যাত আইনজীবীর আকস্মিক প্রয়ানে।