বছরটা ঠিক করে শুরু হতে না হতে একে একে চলে যাচ্ছেন গীতিকার, সুরকার শিল্পীরা। বার্ধক্যজনিত কারণেই প্রয়াত হলেন বাংলার সঙ্গীত জগতের সুরকার অভিজিৎ বন্ধ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার পেজে এই খবরটি জানান সৈকত মিত্র ও রুপঙ্কর বাগচী। হৈমন্তী শুক্লার কন্ঠে ‘এখনও সারেঙ্গিটা বাজছে’ জনপ্রিয় গানটি তাঁরই সুর করা। লতা মঙ্গেশকর, আশা ভোঁশলে, হেমন্ত মুখোপাধ্যায়ের মতন সঙ্গীতশিল্পীরা অজস্র গান গেয়েছেন তাঁর পরিচালনায়। কিছুদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গীতিকার-সুরকার অভিজিৎ বন্ধ্যোপাধ্যায়। ‘ও পাখি উড়ে আয়’ গানটি তাঁরই তৈরি করা। ভাষা দিবসের দিনেই শিল্পীর মৃত্যুতে শোকাহত সঙ্গীতমহল।