মুক্তির পেল অজয় দেবগণের পরিচালনায় ও অভিনীত ছবি ‘রানওয়ে ৩৪’-এর মোশন পোস্টার। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে ছবির মোশন পোস্টার-সহ মুক্তির দিন শেয়ার করে সেই খবর জানায়। ছবিতে অজয় দেবগণের সাথে দেখা যাবে অমিতাভ বাচ্চন ও রাকুলপ্রীত সিং-কে। আগামী ২৯শে এপ্রিল মুক্তির পাবে ছবি ‘রানওয়ে ৩৪’।