মুক্তি পেল ‘ড্রাকুলা স্যার’-এর রহস্যে ভরপুর ট্রেলার

রহস্য জিইয়ে রেখেই মুক্তি পেল ‘ড্রাকুলা স্যার’-এর ট্রেলার। ”আমি পাল্টে গেছি”, এমনই দাবি করলেন। ”কিন্তু কে পাল্টে গেল, অমল নাকি রক্তিম?” এই উক্তি দিয়েই শুরু হয় ট্রেলার। এরপর ট্রেলার যত এগিয়েছে ততই ধন্দে পড়েছেন দর্শকরা। ‘রক্তপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’। এমনই ক্যাপশনে পোস্টার প্রকাশ করে দর্শকদের একপ্রকার চমকে দিয়েছিলেন ‘ড্রাকুলা স্যার’-এর নির্মাতারা। সেই চমক অব্যাহত রেখে রবিবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘ড্রাকুলা স্যার’-এর ট্রেলার। যেখানে নিজ নিজ ভূমিকায় দর্শকদের চমকে দিলেন অনির্বাণ, মিমি ও রুদ্রনীল, বিদিপ্তা। ছবির ট্রেলার টুইটারে শেয়ার করেছেন মিমি চক্রবর্তী। লিখেছেন, ” এক জোড়া দাঁতের ইতিহাস,আর সেই ইতিহাসে নিজেকে খুঁজে পাওয়ার গল্প…”  ট্রেলারে উঠে এল শেষের পরেও শুরু গল্প।ট্রেলারের উঠে এসেছে ১৯৭১-এর প্রেক্ষাপট। কখনও গোপন কোনও আন্দোলনের অন্যতম সদস্য, কখনও আবার স্কুল শিক্ষকের ভূমিকায় ধরা দিলেন অনির্বাণ। তাঁর সামনে দুটো অতিরিক্ত দাঁত থাকায় ছাত্ররা তাঁকে ‘ড্রাকুলা স্যার’ বলেই ডাকে। ট্রেলার দেখে অবশ্য ‘ড্রাকুলা স্যার’ বিষয়টিও দ্ব্যর্থ অর্থেই তুলে ধরা হয়েছে বলে মনে হল। আবার অনির্বাণকে দেখা গেল বিদীপ্তা চক্রবর্তীর স্বামীর ভূমিকাতেও। মঞ্জরীর ভূমিকাতে নজর কাড়লেন মিমি চক্রবর্তী। একটি জায়গায় অনির্বাণদের আন্দোলনে তাঁর জায়গা হবে কিনা জিজ্ঞাসা করতে দেখা গেল মঞ্জরীকে। উত্তরে তাঁকে স্বপ্ন দেখতে মানা করেন অনির্বাণ। ট্রেলারে কৌতুহল জাগাল রুদ্রনীল ঘোষের চরিত্রটিও। ছবিতে নকশাল আন্দোলনের বিষয় উঠে আসবে কি? ‘ড্রাকুলা স্যার’-এর ট্রেলার দেখে এমন প্রশ্নও জাগছে। সবমিলিয়ে রহস্যে ঠাসা ট্রেলার, ছবি ঘিরে বেশ কৌতুহল জাগাচ্ছে দর্শকদের মনে। পুজোতেই মুক্তি পাচ্ছে অনির্বাণ, মিমি, বিদীপ্তা, রুদ্রনীল অভিনীত ছবি ‘ড্রাকুলা স্যার’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *