ভার্চুয়াল মাধ্যমে নয়, বরং তারকাদের উপস্থিতিতেই আয়োজন করা হবে ‘অস্কার’-এর অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজকদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই কথা। এতদিন যেভাবে অনুষ্ঠান পালন করা হয়েছে সেভাবেই লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে এর আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। ২০২১-এর ২৮ ফেব্রুয়ারি অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কোরোনা পরিস্থিতির জেরে তা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। শোনা যাচ্ছে, ২৫ এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন করা হবে । আর মনোনীত ছবিগুলির তালিকা প্রকাশ করা হবে ১৫ মার্চ। সূত্রের খবর, কোরোনার জেরে বিশ্বজুড়ে সিনেমা হল বন্ধ থাকায় মুক্তি পেতে পারেনি একাধিক ছবি। আর সেই কারণে হল খোলার পর যাতে আরও কয়েকটি ছবি এই অস্কারের দৌড়ে সামিল হতে পারেন তার জন্যই অস্কার অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন আয়োজকরা।