‘বাঘা যতীন’ ছবির টিজ়ার নজর কাড়ছে সমাজমাধ্যমে। ছবিতে অভিনয় করছেন অভিনেতা দেব। আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘বাঘা যতীন’ ছবিটি। এই ছবিতে অভিনেতা দেব-এর বিপরীতে দেখা যাবে এক নতুন নায়িকাকে। নায়িকার নাম সৃজা দত্ত। ইতিমধ্যে, ছবির প্রচারও শুরু করা হয়েছে। ছবির টিজার-এ একদম অন্যরুপে দেখা যাচ্ছে অভিনেতাকে। ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে এই ছবি নিয়ে। তবে আগামী ১৯ অক্টোবর বাংলা ভাষাতে মুক্তি পেতে চলেছে এই ছবি। ২০ অক্টোবর হিন্দি ভাষাতে মুক্তি পাবে ছবিটি।
উল্লেখ্য, এই বছরই মুক্তি পেতে চলেছে দেব ও সৌমিতৃষা কুণ্ডু অভিনীত ছবি ‘প্রধান’। এই ছবিতে অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ইতিমধ্যে শুটিংও শুরু হয়ে গেছে এই ছবির। এই বছর ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবিটি।