দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টিজারসহ ঘোষিত হল মুক্তির দিন। বলিউডের জনপ্রিয় কিং খানের পরবর্তী ছবি ‘পাঠান’, যার মুক্তির দিন প্রকাশ পেল। অভিনেতা শাহরুখ খান আজই সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করেছেন। যশ রাজ ফিল্মস প্রযোজনায় আগামী ২৫শে জানুয়ারি ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান, জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘পাঠান’। ছবিটি হিন্দি ভাষা সহ তামিল, তেলুগুতেও মুক্তি পাবে।
https://www.instagram.com/tv/Caly4-WohLM/?utm_source=ig_web_copy_link